You are currently viewing বিন্নি ফুড কি?

বিন্নি ফুড কি?

বিন্নি ফুড হলো বাংলাদেশ ভিত্তিক একটি অনলাইন গ্রোসারি ষ্টোর। আমরা পুরো বাংলাদেশে স্বাস্থ্যসম্মত পিওর অর্গানিক ফুড সরবাহ করে থাকি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ফুড ইন্ড্রাস্ট্রিকে ভেজাল মুক্ত করে পিওর হেলথি ফুড প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিবছর বাংলাদেশের ফুড ইন্ড্রাস্ট্রির গ্রোথ  হয়েছে এভারেজে ৭.৭% এবং ২০২২ সালে এসে যেটা দাড়িয়েছে ৯.৮৮% কিন্তু দুঃখের বিষয় হলো এই গ্রোথের সাথে পাল্লা দিয়ে একই সাথে বেড়েছে ভেজাল ফুড ইন্ড্রাস্ট্রির গ্রোথ। বর্তমানে এতটাই খারাপ অবস্থা যে স্বাস্থ্যকর পিওর ফুড খুঁজে পাওয়া খুবই মুশকিল বিশেষ করে শহরের মানুষদের জন্য এটা অনেক বেশি কষ্টকর।

আগে মানুষ না খেতে পেয়ে মারা যেত আর এখন প্রেক্ষাপট এমন যে মানুষ খেয়ে মারা যায় অর্থাৎ ভেজাল খেয়ে মারা যাচ্ছে। তাই এইসবের কথা মাথায় রেখেই আমরা শুরু করেছি বিন্নি ফুড যার প্রধান উদ্দেশ্যই প্রতিটি ঘরে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়া। আমাদের ফুড আইটেমের মধ্যে আমসত্ব, চিপস, পাবনার খাঁটি গাঁওয়া ঘি, ঘানিতে ভাঙ্গা খাঁটি সরিষার তেল, বগুড়ার লাল মরিচের গুড়া, খাঁটি হলুদের গুড়া, ইরানী জিরার গুড়া, ধনিয়ার গুড়া ইত্যাদি সেরা।

Leave a Reply